অভ্রতে বাংলা টাইপ
বিজয় দিয়ে বাংলা লিখন পদ্ধতিতে হয়তো অনেকেই দক্ষ। কিন্তু সবাইতো আর বিজয় দিয়ে বাংলা টাইপিং করতে পারে না। তাই বিজয়ের বিকল্প হিসেবে হয়তো বা আমরা অনেকেই অভ্র দিয়ে বাংলা লিখি। কিন্তু অভ্রতে যুক্তবর্ণ লিখতে অামরা হিমশিম খাই। মনে সৃষ্টি হয় ভীতি। চলুন অভ্রতে বাংলা টাইপের এই ভীতিকে দূর করি।
অভ্র কী-র্বোডঃ
অভ্র কী-র্বোড (Avro Keyboard) হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, উবুন্টু এবং লিনাক্স-এ গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির অনন্য বৈশিষ্ট্য হল এতে ফোনেটিক (ইংরেজিতে উচ্চারণ করে বাংলা লেখা) পদ্ধতিতে বাংলা লেখা যায়।
ইতিহাসঃ
উইন্ডোজে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কীবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র মেহদী হাসান খান ২০০৩ সালে অভ্র কীবোর্ড তৈরির কাজ শুরু করেন। তিনি এটি সর্বপ্রথম তৈরি করেছিলেন ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ভাষা দিয়ে, পরবর্তীতে তিনি তা ডেলফিতে ভাষান্তর করেন। এই সফটওয়্যারটির লিনাক্স সংস্করণ লেখা হয়েছে সি++ প্রোগ্রামিং ভাষায়। পরবর্তীতে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন। ২০০৭ সালে ‘অভ্র কীবোর্ড পোর্টেবল এডিশন’ বিনামূল্যে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়।
বৈশিষ্ট্যসমূহঃ
অভ্র সফটওয়্যারে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় সব কিছু ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়। এতে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে। এর নিম্নরুপ বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান।
- বাংলা ইউনিকোড এবং এএনএসআই ফন্ট সমর্থন ও সরবরাহ করে।
- উচ্চারণভিত্তিক (ফোনেটিক) বাংলা টাইপিং ব্যবস্থা: যদি “ami banglay kotha boli” টাইপ করা হয় তবে লেখা হবে “আমি বাংলায় কথা বলি”।
- একাধিক কিবোর্ড লেআউট থেকে পছন্দের ব্যবস্থা রয়েছে, এমনকি ব্যবহারকারীর পছন্দনুযায়ী বিদ্যমান কিবোর্ড লেআউটকে সাজানো ও নতুন লেআউট সৃষ্টি করে যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
- মাউস ক্লিকে অক্ষর চেপে বাংলা লেখার ব্যবস্থা রয়েছে।
- ভাসমান বানান পরামর্শক: অভ্র ফনেটিক লেআউইটে, টাইপ করার সময় অভিধান থেকে শুদ্ধ বানানের একটি ভাসমান তালিকা দেখায়।
- বানান শুদ্ধ করার জন্যে অভ্র’র সাথে ‘Avro Spell Checker’ নামে একটি স্বতন্ত্র প্রোগ্রাম রয়েছে। প্লাগ-ইন এর মাধ্যমে এমএস ওয়ার্ডে বানান যাচাই করা যায়।
- কীবোর্ডের অনেকগুলো কী সমন্বয় করে ম্যাক্রো তৈরি করে একটি কমান্ড হিসেবে ব্যবহার করা যায়।
- “Unicode to Bijoy Text Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে ইউনিকোডের বাংলা লেখাকে আনসিতে রূপান্তর করা যায়।
- “Avro Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে আনসি বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করা যায়।
- বাংলা লিপি ব্যবহার করে এমন সকল ভাষার জন্য ব্যবহারযোগ্য।
- আইকমপ্লেক্স স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত ফলে, শুধুমাত্র অভ্র ইন্সটল করলেই কম্পিউটারকে বাংলা ভাষারজন্য ব্যবহারযোগ্য করা সম্ভব।
অভ্রতে অন্তর্ভুক্ত বাংলা লেআউট সমূহঃ
- প্রভাত
- মুনির অপটিমা
- অভ্র ইজি (ওমিক্রন ল্যাব প্রকাশিত সহজ একটি লেআউট)
- বর্ননা
- জাতীয় (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রকাশিত বাংলা লেআউট)
অক্ষর লিখন পদ্ধতিঃ
ক = k
ক = k
খ = kh
গ = g
ঘ = gh
ঙ = Ng
চ = c
ছ = ch
জ = j
ঝ = jh
ঝ = jh
ঞ = NG
ট = T
ঠ = Th
ড = D
ঢ = Dh
ণ = N
ত = t
থ = th
থ = th
দ = d
ধ = dh
ন = n
প = p
ফ = f বা ph
ব = b
ভ = v বা bh
ম = m
ম = m
য = z
র = r
ল = l
শ = sh বা S
ষ = Sh
স = s
হ = h
ড় = R
ড় = R
ঢ় = Rh
য় = y,Y
ৎ = t“ (“১ এর বা পাশেdouble click)
ং = ng
ঃ =:
ঁ =^
অ =o
আ,া = a
ই, ি = i
ঈ, ী = I
উ, ু = u
ঊ, ূ = U
ঋ, ৃ = rri
এ, ে = e
ঐ, ৈ = oi
ঐ, ৈ = oi
ও, ো = O
ঔ, ৌ = OU
ব(ফলা)দায়িত্ব = w
ব(ফলা)দায়িত্ব = w
য(ফলা)ব্যয় = Z
র(ফলা) ব্জ্র= r যেমন: ব্জ্র = bjr
রেফ = (v)rr(c) যেমন: কর্মকার = korrmokar
্ (হসন্ত)= hs/,, (double coma)
যুক্তাক্ষর লিখন পদ্ধতিঃ
ক্ট = kT
ক্ষ্ম = kkhm
ক্ত = kt
ক্ম = km
গ্ধ = gdh
ন্ঠ = nTh
ষ্ট = ShT
ন্ধ = ndh
ক্ষ = kSh বা kkh
হ্ম = hm
ঞ্জ = NGj বা nj
ঞ্ছ = NGch বা nch
ঞ্ঝ = NGjh বা njh
ঙ্ক = nk
ঙ্গ = ng বা Ngg
ণ্ড = ND
ষ্ণ = SHN
ঞ্চ = NGc বা nc
ঞ্চ = NGc বা nc
জ্ঞ = jNG বা gg
যুক্তবর্ণ অনুশীলনঃ
১। পরিক্রমা = porikroma
২। ঔৎকর্ষ্য = OUt“korrShy
৩। মূর্খ = mUrrkh
১। পরিক্রমা = porikroma
২। ঔৎকর্ষ্য = OUt“korrShy
৩। মূর্খ = mUrrkh
৪। গর্জন = gorrjon
৫। লক্ষ্মী = lokkhmI
৬। কর্ত্রী = korrtrI
৭। এক্সপ্রেস = ekspres
৮। খ্রিষ্টাব্দ = khriShTabd
৯। নির্দ্বিধা = nirrdwidha
১০। আর্দ = arrd
১১। ঊর্ধ্ব = UrrdhrI
১২। দোগ্ধ্রী = dOgdhrI
১৩। অশ্লাঘ্য = oshlaghy
১৪। যাজ্ঞবঙ্ক্য = zaggboNgky
১৫। হিতাকাঙ্ক্ষী = hitakaNgkkhI
১৭। পুঙ্খানুপুঙ্খ = puNgkhanupuNgkh
১৮। কৃচ্ছ্র = krricchr
১৯। শিরশ্ছেদ = shiroshched
২০। ট্রাইব্যুনাল = Traibyunal
২১। বহিস্ত্বক = bohistwk
২২। অস্ত্যর্থ = ostyorrth
২৩। হিরণ্ময় = hiroNmoy
২৪। ভাস্বর = vaswor
২৫। স্মরণ = smorN
২৬। অপরাহ্ণ = oporahN
২৭। মধ্যাহ্ন = modhyahn
২৮। উত্থাপন = utthapon
২৯। উত্ত্যক্ত = uttykt
৩০। সুহৃদ = suhrrid
৩১। ব্রহ্মপুত্র = brhmputr
৩২। উদ্ভ্রান্ত = udvrant
৩৩। অ্যান্থ্রাক্স = oZanthrax
৩৪। অগ্নিমান্দ্য = ognimandy
৩৫। নৈর্ব্যক্তিক = nOIrrbyktik
৩৬। নৈষ্কর্ম্য = nOIShkorrmy
৩৭। অস্পর্শ্য = osporrshy
৩৮। ব্যবস্থাপনা = bybosthapona.
৫। লক্ষ্মী = lokkhmI
৬। কর্ত্রী = korrtrI
৭। এক্সপ্রেস = ekspres
৮। খ্রিষ্টাব্দ = khriShTabd
৯। নির্দ্বিধা = nirrdwidha
১০। আর্দ = arrd
১১। ঊর্ধ্ব = UrrdhrI
১২। দোগ্ধ্রী = dOgdhrI
১৩। অশ্লাঘ্য = oshlaghy
১৪। যাজ্ঞবঙ্ক্য = zaggboNgky
১৫। হিতাকাঙ্ক্ষী = hitakaNgkkhI
১৭। পুঙ্খানুপুঙ্খ = puNgkhanupuNgkh
১৮। কৃচ্ছ্র = krricchr
১৯। শিরশ্ছেদ = shiroshched
২০। ট্রাইব্যুনাল = Traibyunal
২১। বহিস্ত্বক = bohistwk
২২। অস্ত্যর্থ = ostyorrth
২৩। হিরণ্ময় = hiroNmoy
২৪। ভাস্বর = vaswor
২৫। স্মরণ = smorN
২৬। অপরাহ্ণ = oporahN
২৭। মধ্যাহ্ন = modhyahn
২৮। উত্থাপন = utthapon
২৯। উত্ত্যক্ত = uttykt
৩০। সুহৃদ = suhrrid
৩১। ব্রহ্মপুত্র = brhmputr
৩২। উদ্ভ্রান্ত = udvrant
৩৩। অ্যান্থ্রাক্স = oZanthrax
৩৪। অগ্নিমান্দ্য = ognimandy
৩৫। নৈর্ব্যক্তিক = nOIrrbyktik
৩৬। নৈষ্কর্ম্য = nOIShkorrmy
৩৭। অস্পর্শ্য = osporrshy
৩৮। ব্যবস্থাপনা = bybosthapona.
৩৯। বক্স = bx
৪০। ব্জ্র = bjr
৪১। কর্মকার = korrmokar
৪২। দৃষ্টিভঙ্গি = drriShTivongi
৪৩। কপোতাক্ষ = kpOtakkh
৪৪। সন্ধ্যা = sondhZa
৪৫। ব্রহ্মপুত্র = brhmputr
৪৬। মনোবাঞ্ছনা = monObaNGchna
৪৬। ঝঞ্ঝা = jhNGjha
৪৭। পালঙ্ক = palNgg
৪৮। ঠাণ্ডা = ThanDa
৪৮। ব্যঞ্জন = bZNGJn
৪৯। তৃষ্ণা = trriSHNa
৫০। সঞ্চয় = sNGcY
৫১। ত্রুটি = truTi
৫২। বিজ্ঞান = biggan
৫৩। অ্যাডমিনিস্ট্রেটর = aZDminisTreTor
৫৪। উইন্ডোজ = uinDOJ
৫৫। পক্ষান্তরে = pkkhantre
2 comments:
what is best bijoy or avro..??
Bangla Tarikh
চিকিৎসক
Post a Comment