লাকসাম মিডিয়া গ্যালারী

#htmlcaption1 লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected

Sunday, 21 May 2017

কম্পিউটার থেকে BIOS পাসওর্য়াড মুছে ফেলুন

Concept: কম্পিউটারের ডীফল্ট সেটিংস থাকে বায়োসে। অনেক ইউজার ডীফল্ট সেটিংসকে সুরক্ষিত রাখতে বায়োসে পাসওর্য়াড দিয়ে থাকেন। যদি কোন কম্পিউটারে BIOS পাসওর্য়াড দেয়া থাকে তবে উক্ত কম্পিউটারে নতুন উইন্ডোজ ইনস্টল করতে হলে BIOS পাসওর্য়াড দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কিন্তু যদি BIOS পাসওর্য়াড জানা না থাকে?  তাহার জন্য নির্দেশনা নিম্নরুপঃ-
Step: 1
Note: কম্পিউটার Shut down করে পাওয়ার ক্যাবল খুলে ফেলুন। অতঃপর কম্পিউটারের কভার খুলে মাদারর্বোড থেকে CMOS (সিমোচ) ব্যাটারী খুলে ফেলুন। পাচঁ/ছয় মিনিট অপেক্ষা করে আবার মাদারবোর্ডের যেখানে CMOS ব্যাটারী ছিল সেখানে স্থাপন করুন। অতঃপর পিসির সাথে Power Cable এর সংযোগ স্থাপন করে কম্পিউটার Start করুন। আশা করি আপনার কম্পিউটারের বায়োস Password মুছে যাবে। যদি কোন কারণে BIOS পাসওর্য়াড Delete না হয়। তবে দ্বিতীয় স্টেপ অনুযায়ী আপনার কম্পিউটারের বায়োস পাসওর্য়াড Delete করতে হবে।
Step: 2 
Note:  মাদারর্বোড থেকে জাম্বপার খূলে ফেলুন। লক্ষ্য করুন মাদারর্বোডের সিমোচ ব্যাটারীর পাশে কিংবা প্রসেসরের পাশে দুইটা অথবা তিনটা পিন আছে এবং উক্ত পিনের নিচে CLEAR, CLEAR CMOS, JCMOS1, CLR, CLRPWD, PASSWD, PASSWORD, PSWD অথবা PWD এর যে কোন একটি ওর্য়াড লেখা আছে।
যদি দুটি পিন থাকে এবং তারমধ্যে Jumper বসানো থাকে, তবে জাম্বার খুলে ফেলুন। পাচঁ/ছয় মিনিট অপেক্ষা করে Computer চালু করে দেখুন কোন BIOS পাসওর্য়াড নাই। অতঃপর কম্পিউটার Turn Off  করে মাদারর্বোডের যেখানে জাম্বার বসানো ছিল আবার জাম্পার সেখানে বসিয়ে Computer চালু করুন। আর যদি তিনটি পিন থাকে তবে লক্ষ্য করুন 1 নং এবং 2 নং পিনের সাথে Jumper  বসানো আছে। এখন জাম্পার খুলে 2 নং এবং 3 নং পিনের সাথে বসিয়ে Computer চালু করে দেখুন কোন BIOS পাসর্য়াড নাই। অতঃপর কম্পিউটার Turn Off করে মাদারবোর্ডের যেখানে Jumper বসানো ছিল অর্থাৎ 1 নং এবং 2 নং পিনের সাথে  Jumper বসিয়ে দিন। ফলে 5/6 মিনিট কম্পিউটারে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে বায়োসের ব্যাকআপ বিদ্যুৎ শেষ হয়ে যায় এবং বায়োস ডীফল্ট সেটিংসে রুপান্তরিত হয়। এবং বায়োস Password মুছে যায়। কম্পিউটারের ডীফল্ট সেটিংসে বায়োসে কোন Password থাকে না।

0 comments:

Post a Comment