লাকসাম মিডিয়া গ্যালারী

#htmlcaption1 লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected

Monday, 15 May 2017

লাকসামে মাল্টিমিডিয়া হাউজ উদ্বোধন

শুক্রবার বিকেলে কুমিল্লা লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে লাকসাম ডাকাতিয়া থিয়েটারের প্রতিষ্ঠাতা সুশীল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও নাট্য শিল্পী এড. রফিকুল ইসলাম হিরা ফিতা কেটে লাকসাম মাল্টিমিডিয়া হাউজ শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রং তুলি মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুছা মোর্শেদ, রং তুলি মাল্টিমিডিয়া লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল প্রাঃ লিঃ ও ফেয়ার ফিডের পরিচালক রফিকুল ইসলাম হেলাল প্রমুখ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছিলেন- লাকসাম মাল্টিমিডিয়া হাউজ প্রতিষ্ঠাতা এম.এ জলিল ও সোহেল রানা। এবং উপস্থাপনা করেন মোহাম্মদ মহসিন কামাল
প্রধান অতিথি বক্তব্যে বলেন- বর্তমানে ছেলে-মেয়ারা এখন সামাজিক ভাবে বিভিন্ন খারাপ দিকে অগ্রসর হচ্ছে। তাই এদের পড়ালেখার পাশাপাশি মাল্টিমিডিয়া হাউজ সাথে যোগদান করলে তারা ভাল করবে। প্রতিভা নিজে নিজে তৈরী হয় না। আমি ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় নাট্য শিল্পে সাথে জড়িত। লাকসামে নাটক করার ষ্পট অনেক রয়েছে। পরিশেষে লাকসাম মাল্টিমিডিয়া হাউজ উত্তোরত্তর বৃদ্ধি কামনা করে শেষ করছি।




0 comments:

Post a Comment