লাকসাম মিডিয়া গ্যালারী

#htmlcaption1 লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected

Sunday, 7 May 2017

VPN কি? এটা কি নিরাপদ?

আমরা মাঝেমধ্যেই vpn ব্যাবহার করে থাকি। কিন্তু vpn সম্পর্কে বেশি কিছু জানি না। শুধু মাত্র এটা জানি যে vpn হল অন্য কোনো দেশের ইন্টারনেট সারবারের সাথে সংযুক্ত হয়ে ওই দেশের ইন্টারনেটের তথ্য ব্যাবহার করার পদ্ধতি। এর উদাহরণ হল, ধরুন আমাদের দেশে facebook বন্ধ রয়েছে। এখন আমি যদি facebook এ লগ ইন করার চেষ্টা করি তাহলে তা পারব না। কারন, আপাতত আমাদের দেশের জন্য facebook বন্ধ আছে। এতে বুঝা যায় যে ইন্টারনেট বুঝতে পারে আমরা কোন দেশে আছি। এর কারন আমি যে IP address ব্যাবহার করি তার মাধ্যমে আমাদের সারবারকে facebook ব্যাবহারের জন্য বার্তা পাঠাই। তখন আমাদের সারবার আমার জন্য facebook এর কাছে একই IP address এ বার্তা পাঠানোর কথা। যেহেতু আমাদের দেশের জন্য facebook বন্ধ রয়েছে তাই সেই বার্তা সারবার আর পাঠায় না। ফলে আমরা facebook ব্যাবহার করতে পারি না।

কিন্তু vpn দিয়ে তা সহজে করতে পারি। এখানে আমি আমাদের দেশের সারবারে কোনো বার্তা না পাঠিয়ে সকল বাধা অতিক্রম অন্য কোনো দেশের সারবারে বার্তা পাঠাই যেখানে facebook অন রয়েছে। ফলে ওই সারবার ভাবে যে আমি ওই দেশেই রয়েছি। ফলে ওই দেশের সারবার ব্যাবহার করে আমরা facebook চালাতে পারি। প্রকৃতপক্ষে আমরা আমাদের দেশের সারবার এবং সরকারকে ফাকি দিয়ে এ কাজ করে থাকি।

এখন প্রশ্ন হল, vpn কি নিরাপদ?
অবশ্যই, কারন আমরা আমাদের wifi zone তৈরি করলে ভাবি যে এখন আমরা নিরাপদ। কারন, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে নিরাপদ ব্যাবহার করার চেষ্টা করি। কিন্তু যখন আমরা ইন্টারনেট ব্যাবহার করি তখন আমাদের উপর সহজেই নজর রাখা যেতে পারে। এটা হলে পারে আমাদের সারবার অথবা আমাদের সরকারের মাধ্যমে। আবার যদি কোনো হ্যাকার আমাদের নেটওয়ার্ক এর মধ্যে থাকে তাহলে আমাদের প্রাইভেসি প্রশ্নের মধ্যে পরে যেতে পারে।

vpn দিয়ে আমরা অন্য দেশের সারবারের মাধ্যমে ইন্টারনেটের তথ্য ব্যাবহার করি তাই আমাদের সারবার বা সরকার অথবা কোনো হ্যাকার আমাদের প্রাইভেসি নষ্ট করতে পারে না। ফলে আমরা নিরাপদে ইন্টারনেট ব্যাবহার করি।

0 comments:

Post a Comment