বিদেশ থেকে বাংলাদেশে ইন্টারন্যাশনাল রেমিটেন্স পাঠানোর জন্যে অনুগ্রহ পূর্বক নিম্নে বর্ণিত কার্যসমূহ সম্পন্ন করুনঃ
• বিদেশে অবস্থানরত আপনার নিকটবর্তী তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজে যান।
• তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজের এজেন্টকে জানান যে আপনি বিকাশ- এর মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে চাচ্ছেন।
• তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজের রেমিটেন্স আবেদন ফরমটিতে বিকাশ সম্পর্কিত স্থানগুলো যথাযথভাবে পূরণ করুন।
• তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজের এজেন্ট আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবেন।
বিদেশ হতে আপনার রেমিটেন্স যথাযথভাবে বাংলাদেশে প্রেরনের জন্য তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজ নিম্নের বিষয়সমূহ নিশ্চিত করবেঃ
• প্রাপকের মোবাইল নম্বরটি একটি নিবন্ধনকৃত বিকাশ একাউন্ট যা বিকাশ-এর সাথে চুক্তিবদ্ধ মোবাইল অপারেটরের নম্বর। বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক অথবা এয়ারটেল নম্বর, অর্থাৎ, ০১৮, ০১৭, ০১৯ অথবা ০১৬, বিকাশ-এর চুক্তিবদ্ধ পার্টনার।
• প্রাপকের বিকাশ একাউন্ট নম্বরটি সঠিক
• একাউন্ট নম্বরটি যথাস্থানে সঠিকভাবে এবং স্পষ্টভাবে লিখা হয়েছে
• পাঠানো মুদ্রামান বাংলাদেশী টাকায় নির্ধারিত সীমার মধ্যে আছে। *
তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজ সমূহ এবং যে দেশগুলো থেকে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেনঃ
• সংযুক্ত আরব আমিরাত
– আল রোস্তামানি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ
– আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরো
– ওরিয়েন্ট এক্সচেঞ্জ
– আল আনসারি এক্সচেঞ্জ
– আল ফালাহ এক্সচেঞ্জ কোম্পানি
– ওয়াল স্ট্রিট ইন্সট্যান্ট ক্যাশ
– মালিক এক্সচেঞ্জ
• ওমান
– মোস্তফা সুলতান এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি
– ওমান ইউএই এক্সচেঞ্জ
• যুক্তরাজ্য
– ব্র্যাক সাজান এক্সচেঞ্জ
– সাউথইস্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (ইউকে) লিমিটেড
• মালয়েশিয়া
• যুক্তরাষ্ট্র
– ট্রান্সফাস্ট এক্সচেঞ্জ লিমিটেড
• সাউথ আফ্রিকা
• সৌদি আরব
বাংলাদেশে অবস্থিত আপনার নির্বাচিত বিকাশ একাউন্টে ইন্টারন্যাশনাল রেমিটেন্স পৌঁছানোঃ
• বিদেশ হতে তালিকাভূক্ত ব্যাংক/এক্সচেঞ্জ হাউজ সমূহের মাধ্যমে প্রেরণ করা ইন্টারন্যাশনাল রেমিটেন্স বাংলাদেশের তফসিলীভূক্ত নিম্নে বর্ণিত ব্যাংক সমূহ গ্রহণ করে আপনার নির্বাচিত বিকাশ একাউন্টে প্রেরণ করবে:
– ব্র্যাক ব্যাংক লিমিটেড।
– সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড।
• টাকা আপনার বাংলাদেশে নির্বাচিত বিকাশ একাউন্টে পৌঁছানোর সাথে সাথে প্রাপক মোবাইল ফোনে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
• উপরে বর্ণিত বাংলাদেশের নির্ধারিত যে কোন একটি তফসীলি ব্যাংক হতে আপনার নির্বাচিত বিকাশ একাউন্টে ইন্টারন্যাশনাল রেমিটেন্স পৌঁছানোর জন্যে কোন চার্জ প্রযোজ্য নয়। তবে, যেকোনো বিকাশ এজেন্ট বা ব্র্যাক ব্যাংক এটিএম থেকে এই টাকা উত্তোলনের ক্ষেত্রে বিকাশ নির্ধারিত ক্যাশ আউট চার্জ প্রযোজ্য।
ইন্টারন্যাশনাল রেমিটেন্স
বিকাশ-এর মাধ্যমে ইন্টারন্যাশনাল রেমিটেন্স পাঠানো/গ্রহণের জন্যে প্রযোজ্য লেনদেনের সীমা:
লেনদেনেরধরন
প্রতিটি লেনদেনেরপরিমাণ
লেনদেনের সর্বোচ্চপরিমাণ
ইন্টারন্যাশনাল রেমিটেন্স
সর্বনিম্ন
সর্বোচ্চ
প্রতিদিন
প্রতি মাস
৫০ টাকা
১৫০,০০০ টাকা
১৫০,০০০ টাকা
১৫০,০০০ টাকা
* বাংলাদেশে অবস্থিত একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্টে একবারে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারবেন। উদাহরণস্বরূপ, কারো বিকাশ একাউন্টে আগে থেকেই যদি ৫০,০০০ টাকা থাকে, তাহলে আপনি তাকে বাংলাদেশী মুদ্রায় ১০০,০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন।
0 comments:
Post a Comment