লাকসাম মিডিয়া গ্যালারী

#htmlcaption1 লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected

Sunday, 7 May 2017

বাজারে আসছে কলা ফোন

 নাম এবং ছবি দেখে অবাক হলেও, এটাই সত্যি। খুব শিগগির বাজারে আসছে হুবহু ‘কলা’ আকৃতির ফোন। আর তাই ফোনটির নামও রাখা হয়েছে ব্যানানা ফোন অর্থাৎ কলা ফোন।

ফোনটি বাজারে আনতে ইন্ডিগোগো সাইটের মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করেছেন এর নির্মাতারা। মাত্র ৪০ ডলারে (বাংলাদেশি টাকার হিসাবে প্রায় ৩,৩০০ টাকা) ফোনটির প্রি-অর্ডার দেয়া যাবে।

ব্যানানা ফোনের দাম এতো কম হওয়ার কারণ হচ্ছে, এটি আসলে পুরোপুরি ফোন নয়। বরঞ্চ একটি ব্লুটুথ নির্ভর ডিভাইস। আপনি আপনার স্মার্টফোনকে ব্লটুথের মাধ্যমে এই ডিভাইসে সংযুক্ত রাখতে পারবেন। ফলে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে সংযুক্ত এই ব্যানানা ফোন দিয়েই আপনি কল রিসিভ করতে পারবেন।

 


অর্থাৎ আপনার স্মার্টফোনে কোনো কল আসলে তা আপনি ব্যানানা ফোন দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন। এই ডিভাইসটিতে মাত্র ৩টি বাটন রয়েছে, ভলিউম বাড়ানো, ভলিউম কমানো এবং কল রিসিভ করার জন্য হোম বাটন।

এছাড়া ব্যানানা ফোন সিরি এবং অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমর্থন করায়, ভয়েস কমান্ডের সাহায্যে কল করার জন্য স্মার্টফোনে নির্দেশ পাঠানো যাবে। ফোনটি দিয়ে টানা ১০ ঘণ্টা কথা বলা যাবে।

এ বছরের সেপ্টেম্বরে ব্যানানা ফোন বাজারে নিয়ে আসার লক্ষ্য তহবিল সংগ্রহ করছেন ব্যানানা ফোন নির্মাতা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যের ইতিমধ্যে ১০ হাজার ডলার সংগ্রহ হয়েছে।  

তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড অথোরিটি



0 comments:

Post a Comment