বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রী এবং সহজ একটি প্রক্রিয়া।আপনার একাউন্ট খোলার সকল প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর আপনি বিকাশের সকল সার্ভিস ব্যাবহার করতে পারবেন । বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন ও রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
১। আপনার নিকটবর্তী বিকাশ এজেন্টের কাছে যান, এবং সাথে রাখুন-
ক) আপনার গ্রামীনফোণ, বাংলালিংক, রবি , অথবা এয়ারটেল সংযোগসহ মোবাইল ফোন
খ) আপনার ছবিযুক্ত পরিচয়পত্র এবং তার ফটোকপি (জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট)
গ) ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
২। একাউন্ট ওপেনিং ফরমটি পুরন করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন। এজেন্টের কাছ থেকে আপনার গ্রাহক কপিটি বুঝে নিন এবং ভবিষ্যৎ প্রয়োজনের জন্যে সংরক্ষিত রাখুন।
বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি একটিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু একটিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১। *২৪৭# ডায়েল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
২। “একটিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।
০৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান
০৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান
* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন
সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে “ক্যাশ ইন” এবং টাকা গ্রহনের সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তত্থ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ কার্য দিবস পর আপনি “ক্যাশ আউট”, “বাই এয়ারটাইম“, “পেমেন্ট” এবং বিকাশ এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন।
টাকা নিরাপদে রাখার পাশাপাশি, আপনি বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন।
ইন্টারেস্ট শুধুমাত্র বিকাশ কাস্টমারের জন্য প্রযোজ্য।
ইন্টারেস্ট রেটঃ
ব্যালেন্স/স্ল্যাব (টাকা)বাৎসরিক হার১,০০০ – ৫,০০০.৯৯১.৫%৫,০০১ –১৫,০০০.৯৯২%১৫,০০১ – ৫০,০০০.৯৯৩%৫০,০০১ এবং এর অধিক৪%
উদাহরণস্বরুপ, আপনার বিকাশ একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন।
ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ
আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং আপনার একাউন্টটি একটিভ থাকতে হবেমাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “বাইএয়ারটাইম”) করতে হবেমাসজূড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবেমাসশেষে প্রতিদিনের গড় ব্যাল্যান্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমান হিসাব করা হবেসরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে
0 comments:
Post a Comment