জিমেইল (gmail) একাউন্ট খোলার নিয়োম
যারা ইন্টারনেট জগতে জি-মেইল (gmail) এ প্রথমপদার্পন করেছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়েদিতেই আমার এই ক্ষুদ্র প্রায়াস। অনেকে হয়তো জানেনঅতীতে কবুতর, কুকুর ও বিভিন্ন পশু-পাখি দিয়ে খবরচিঠির মাধ্যমে আদান প্রদান হতো এবং তাতে সময়লাগতো অনেক। কিন্তু বিজ্ঞানের বিস্তার প্রসারের ফলেঅতীতের কয়েক দিনের সময়কে এখন কয়েকসেকেন্ডের মধ্যে আনা হয়েছে। তাই এখন আর কোথাও
চিঠি, ছবি ইত্যাদি দিতে কয়েক দিনের সময় নিয়ে বসেথাকতে হয় না। এখন কয়েক সেকেন্ডের মধ্যে তাপাঠিয়ে দেওয়া যায় নির্দিষ্ট গন্তব্য স্থলে। তাই নির্দিষ্টগন্তব্য স্থলে পাঠিয়ে দেওয়ার একটি অন্যতম মাধ্যমহচ্ছে মেইল (mail)। তা হোক জি-মেইল (gmail), ইয়াহু-মেইল (yahoomail)ইত্যাদি। আমি নতুনদেরজানাতে চাই কিভাবে একটি জি-মেইল, ইয়াহু-মেইলখুলতে হয়।
ইন্টারনেটের মাধ্যমে জি-মেইল খুলতে গেলে কয়েকটিধাপ পার হতে হবে। এই ধাপগুলো পার হওয়ার পরএকটি পূর্ণাঙ্গ জি-মেইল একাউন্ট কার্যকর হবে।
প্রথমে আপনাকে ইন্টারনেট কানেক্ট করার পর কোনব্রাইজার (মজিলা mozilla, গুগলক্রমি ইত্যাদি) ওপেনকরতে হবে। তারপর উপরে এড্রেস বারে লিখতে হবে (www.gmail.com) দিয়ে এন্টার দিতে হবে এই পেজটিওপেন হবে।
নিচের/ এই পেজটি -----
এবার নিচের ধাপগুলো পর্যায়ক্রমে পুরণ করুন।
১) আপনার নিজের নাম
২) আপনার নামের শেষ অংশ বা টাইটেল
৩) মেইল এড্রেস। (এখানে আপনার পছন্দ মত কিছুদিলে তা হয়তো নাও নিতে পারে, তাই পরিবর্তন করেকরে দেখতে হবে কোনটা সঠিক হবে।
৪) তারপর আপনার মনের মত করে একটা পাসওয়ার্ড(যেমনঃ @নাম#সংখ্যা#@ ইত্যাদি)
৫) নিচে পুনরায় একই পাসওয়ার্ড দিতে হবে।
৬) স্কিপ দি ভ্যারিফিকেশন এর ঘরে টিক দিতে পারেনঅথবা নিচে টাইপ দ্যা টেক্স ঘরে উপরের সংখ্যাগুলিলিখতে পারেন।
৭) এরপর আপনি আপনার লোকেশন অর্থাৎ কোন দেশথেকে জি-মেইল একাউন্ট খুলছেন সেই দেশের নাম।
৮) এবার নিচের ঘরে টিক চিহ্ন দিয়ে নেকস্ট স্পেট এক্লিক করুন।
৯) এরপর আপনার ফোন ভেরিফিকেশন এর জন্যমোবাইল নম্বর দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিককরুন।
আপনার মোবাইলে এবং ভেরিফিকেশন কোড যাবেসেটি এন্টার দি ভেরিফিকেশন কোড ঘরে লিখুন এবংকন্টিনিউ চাপুন। আর যদি এই অপশনটি না আসেতাহলে পরবর্তীতে নেকস্ট চেপে যান।
১০) এবার কন্টিনিউয়াস টু জি-মেইল বাটনে ক্লিককরলে আপনার কাঙ্খিত জি-মেইলটি খুলে যাবে।
0 comments:
Post a Comment