লাকসাম মিডিয়া গ্যালারী

#htmlcaption1 লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস লাকসাম মাল্টি-মিডিয়া হাউস lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected lakshamlive Stay Connected

Sunday, 21 May 2017

PC এর USB Port Disable করে রাখবেন কিভাবে।

পদ্বতি - ০১ :

প্রথমে আপনার ডেস্কটপে MY Pc / My Computer এ রাইট ক্লিক করুন। এখান থেকে Manage এ ক্লিক করুন। তারপর Devise Manager এ ক্লিক করুন। তারপর নিচের দিকে দেখবেন Universial Serial Bus Controller একটা অপশন দেখবেন এটাতে ক্লিক করলে দেখা যাবে Generic USB Hub নামে দুটি অপশন আছে এগুলোতে রাইট ক্লিক করে ডিজেবল করুন দেখবে এখন আর পোর্ট কাজ করছে না। আবার Enable করলে পোর্ট কাজ করবে।

পদ্বতি ০২  :

Run - CMD - regedit এ যাওয়ার পর দেখবেন একটা উইন্ডো ওপেন হবে। HKEY Local Machine - System- CurrentControllset - Service - USBSTOR এখানে ক্লিক করলে দেখবেন ডান পাসের একটা উইন্ডোতে নিচে থেকে ২ নম্বর অপশন Start এ ডাবল ক্লিক করুন। আবার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে Value Data নামে একটা ঘর আসবে এখানে সাধারনত 3 বসানো থাকে 3 এডিট করে 4 বসিয়ে ok করুন দেখবেন আপনাার USB Port Disable হয়ে গেছে। আবার ৪ এর পরিবর্তে ৩ বসালে এনাবল হবে।

0 comments:

Post a Comment