আজ আলোচনা করব কিভাবে অপ্রয়োজনীয় বা অনাখাঙ্কিত সাইট আপনার পিসি থেকে ব্লক করবেন। অনেক সময় বাসার ছোট কেউ বা অফিসে কিছু সাইট ব্লক করার দরকার হয় তাই আমি ২টি উপায়ে ব্লক কারার উপায় নিয়ে ভিডিও তৈরী করেছি।
প্রথমে আপনি আপনি পিসির C Drive C:\Windows\System32\Drivers\etc এই লোকেশনে যেতে হবে। তার পর ডান পাশে দেখবেন Hosts নামে একটা ফাইল আছে সেই ফাইলটা নোটপেডে ওপেন করুন। তারপর সেই ফাইলের সবার নিচে 127.0.0.1
এই রকম ভাবে আপনি যে ড্রাইভটা ব্লক করবেন সেই ওয়েব সাইটটা টাউপ করে সেভ করুন। দেখবেন আর সেই সাইটটা ব্রাউজ করা যাবে না।
২য় উপায় হল গুগুল ক্রোমে ব্রাউজারে Block site নামে এক্সটেনশন ইন্সষ্টল করে নিন। তারপর যে সাইটা ব্লক করতে চান সেই সাইটটা এড করুন দেখবেন আর ব্রাউজ করা যাবেন না। এমন কি আপনি সাইট রিডাউরেক্ট ও করে দিতে পরবেন।
0 comments:
Post a Comment