এইচটিএমএল বেসিক (HTML Basic)
এইচটিএমএল হেডিংঃ এইচটিএমএল হেডিংগুলোকে <h1> থেকে <h6> পর্যন্ত ট্যাগ দ্বারানির্ধারণ করা হয়। হেডিং এর ব্যবহার দেখার জন্য নিচের ধাপগুলো অনুস্বরন করুন।
১. নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
২. তাতে নিচের কোডগুলো লিখুন।
<html>
<body>
<h1> This is heading 1 </h1>
<h2> This is heading 2 </h2>
<h3> This is heading 3 </h3>
<h4> This is heading 4 </h4>
<h5> This is heading 5 </h5>
<h6> This is heading 6 </h6>
</body>
</html>
৩. এবার ফাইলটিকে test_heading.html নামে সেভ করুন
৪. ওয়েব ব্রাঊজারে ফাইলটি খুলে ফলাফল দেখুন।
বিস্তারিত শিখতে এই লিংকে যান বাংলাদেশের একমাত্র ফ্রী আইটি একাডেমী
0 comments:
Post a Comment